ফাহমিদা ঢাকা মাইক্রোল্যাব ইনস্টিটিউট অব মেডিক্যাল টেকনোলজি অ্যান্ড ম্যাটসে ডিপ্লোমা করছেন। ২০১৮ সালের অক্টোবর মাসে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন।
পরে চিকিৎসকেরা জানান, ফাহমিদাকে ২১ দিন পরপর ছয় সার্কেল কেমোথেরাপি দিতে হবে। যা ২০১৮ নভেম্বরের থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত চলে। তার ৬ সার্কেল কেমোথেরাপি দেওয়ার হয়। পরে চিকিৎসকের কাছে যাওয়া হয় চেকআপ করাতে পরে তারা আবারও কিছু পরীক্ষা-নিরীক্ষা দেন।
পরীক্ষা-নিরীক্ষা রিপোর্ট নিয়ে চিকিৎসকের কাছে গেলে তারা জানান, ফাহমিদা কোনো রেডিওথেরাপি দেওয়া যাবে না। তাকে আরও ১২টা সার্কেল কেমোথেরাপি দিতে হবে। যার থেকে ৩ সার্কেল কেমোথেরাপি দেওয়া হয়েছে এখনও আরও ৯ সার্কেল বাকি আছে।
চিকিৎসকেরা জানান, তার চিকিৎসায় ৭ থেকে ৮ লাখ টাকা প্রয়োজন। ২০১৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত ফাহমিদার ১২ লাখ টাকা খরচ হয়েছে। পরিবার এখন সর্বশান্ত হয়ে গেছে। ফাহমিদাকে বাঁচাতে এমন অবস্থায় আপনাদের সহযোগিতার হাত বাড়িয়েছেন তারা।
ব্যাংক একাউন্ট
শারমিন আক্তার
হিসান নং: ১ ০ ৮ ১ ৫ ১ ০ ১ ৯ ৯ ২ ৯ ৭
ডাচ বাংলা ব্যাংক লিমিটেড
শান্তিনগর শাখা, ঢাকা।
বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৯
এএটি