মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টার দিকে তাদের এ সাজা দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল।
এর আগে, এদিন ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বাংলানিউজকে চন্দ্র শীল জানান, আটক ৫৯ জন জেলের মধ্যে একজনকে এক বছরের ও ৫৮ জনকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এসময় আটক হওয়া আরও আটজন কিশোরকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
মৎস্য কর্মকর্তা মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, অভিযানে ৭০ হাজার মিটার কারেন্ট জাল ও ৫০ কেজি মা ইলিশ জব্দ করা হয়। জব্দ জালগুলো নদীর তীরে পুড়িয়ে ফেলা হয়েছে ও মাছগুলো উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৯
এসআরএস