মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জ আদালত প্রাঙ্গণে এ মানববন্ধন করা হয়। সুনামগঞ্জ দিরাই কল্যাণ সমিতি এর আয়োজন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন- সিনিয়র আইনজীবী হুমায়ূন মঞ্জর চৌধুরী, অ্যাডভোকেট মাসুক আহমদ, জিয়াউর রহমান, এনাম আহমদ, রবিউল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন- গত কয়েকদিন আগে বুয়েটের মেধাবীছাত্র ফাহাদ এবং সোমবার (১৪ অক্টোবর) শিশু তুহিনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ফাহাদ ও তুহিনের হত্যাকারীর দৃষ্টান্তমূলক বিচারের জানাচ্ছি।
সোমবার (১৪ অক্টোবর) ভোরে দিরাইয়ের রাজনগর ইউনিয়নের খেজাউড়া গ্রামে গাছের সঙ্গে ঝলন্ত অবস্থায় তুহিনের মরদেহ দেখতে পায় পরিবারের লোকজন। তখন তার পুরো শরীর রক্তাক্ত, কান ও লিঙ্গ কাটা ছিল। এছাড়া পেটে দু’টি ছুরি বিদ্ধ ছিল। সে ছিল ওই গ্রামের আব্দুল বাছিরের ছেলে।
গত ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে ছাত্রলীগের কিছু নেতা-কর্মীর হাতে নির্দয় পিটুনির শিকার হয়ে তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের (১৭ ব্যাচ) ছাত্র আবরার ফাহাদের মৃত্যৃ হয়। এ ঘটনায় নিহতের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটির তদন্ত করতে ডিবিকে দায়িত্ব দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৯
এসআরএস