বুধবার (১৬ অক্টোবর) সকালে ফরিদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মোহাম্মদ হাফিজুর রহমান আটক জেলেদের প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড দেন।
এরআগে, মঙ্গলবার (১৫ অক্টোবর) রাতে চরভদ্রাসনের পদ্মা নদীতে অভিযান চালিয়ে ওই জেলেদের আটক করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার বালিয়াডাঙ্গী গ্রামরে আবুল হোসেন (৩০), আজিজ খান (৪৫), শেখ সেলিম (৪০), রবিউল (২৫) ও ঢাকা জেলার হরিরামপুরের শেখ ঠান্ডু (৩০)।
উপজেলা মৎস্য কর্মকর্তা মালিক তানভীর হোসেন বাংলানিউজকে জানান, অভিযানে ২০ কেজি মা ইলিশ ও ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দ করা কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। উদ্ধার হওয়া মাছ উপজেলার হাজীডাঙ্গী খাদেমুল ইসলাম মাদ্রাসা ও এতিমখানায় পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৯
এনটি