বুধবার (১৬ অক্টোবর) বিকেলে ইউনিয়নের আজিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আন্ধারমানিক ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রাজ্জাক মীর জানান, স্বামী পরিত্যক্তা ও নিঃসন্তান ওই বৃদ্ধা ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের আজিমপুর গ্রামের হাওলাদার বাড়ির পাশেই বসবাস করতেন।
বজ্রপাতের আগ মুহূর্তে তিনি রান্নাঘরে ছিলেন। রান্নাঘর থেকে বের হতেই বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এসময় তার সঙ্গে থাকা রেশমা বেগম (৩৪) নামে অপর এক নারী গুরুতর আহত হয়েছেন।
আহত রেশমা বেগমকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৯
এমএস/এবি