ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

পিরোজপুরে আগ্নেয়াস্ত্রসহ পলাতক আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৯
পিরোজপুরে আগ্নেয়াস্ত্রসহ পলাতক আসামি গ্রেফতার র‌্যাবের হাতে গ্রেফতার দেলোয়ার খান।

পিরোজপুর: পিরোজপুরের ইন্দুরকানী এলাকায় অভিযান চালিয়ে দেলোয়ার খান (৪৫) নামে বিভিন্ন মামলার পলাতক এক আসামিকে গ্রেফতার করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৮) সদস্যরা।  

বুধবার (১৬ অক্টোবর) দুপুরে র‌্যাব থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পলাতক আসামি দেলোয়ার ইন্দুরকানী থানার চরগাজীপুর এলাকার বাসিন্দা।

গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি একনালা বন্দুক, একটি ওয়ান শ্যুটার গান, ৪টি কার্তুজ ও দু’টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে খুন, হত্যা, অপহরণ, ডাকাত ও চোরাচালানের অপরাধে ১২টি মামলা রয়েছে। এরমধ্যে ৪টি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

এ ঘটনায় বরিশাল র‌্যাব-৮ এর উপসহকারী পরিচালক (ডিএডি)  মো. লুৎফর রহমান বাদী হয়ে দেলোয়ারের বিরুদ্ধে নতুন মামলা দায়ের করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৯
এমএস/কেএসডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।