বুধবার (১৬ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ঢাকার বিমানবাহিনীর সদর দপ্তরে সাক্ষাতকালে দু’দেশের বিমানবাহিনী প্রধান দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন।
এর আগে সকালে ইতালিয়ান বিমানবাহিনী প্রধান ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে যান। সেখানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে স্বাধীনতা যুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি সেখানে পরিদর্শন বইতে সই করেন।
তিন সদস্যের প্রতিনিধি দলসহ ইতালিয়ান বিমানবাহিনীর প্রধান ৩দিনের সফরে বুধবার সকালে বাংলাদেশে আসেন। বাংলাদেশ সফরকালে ইতালিয়ান বিমানবাহিনী প্রধান প্রধানমন্ত্রীর কার্যালয়, সেনাসদর, নৌসদর, সশস্ত্র বাহিনী বিভাগ, বিমানবাহিনী ঘাঁটি বাশার, বিমানবাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুসহ বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনা পরিদর্শন করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৯
এবি/এএটি