বুধবার (১৬ অক্টোবর) দিনভর বরিশাল সদর উপজেলা ও হিজলা উপজেলার বিভিন্ন নদীতে এসব অভিযান চালানো হয়।
এর মধ্যে বরিশাল সদরে র্যাব-৮ এর সদস্যরা অভিযান চালিয়ে ৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ ও ৫ কেজি ইলিশ উদ্ধার করে।
অপরদিকে বরিশাল জোন নৌ-পুলিশের একটি টিম হিজলা উপজেলাধীন বিভিন্ন নদীতে অভিযান চালায়। যে অভিযানে ৬০ কেজি মাছ ও ২ লাখ মিটার জাল জব্দ করা হয়। পাশাপাশি এ অভিযানে ১৮ জনকে আটক করা হয় বলে জানিয়েছেন নৌ-পুলিশের পরিদর্শক আবু তাহের।
বিষয়টি নিশ্চিত করে জেলা মৎস কার্যালয়ের কর্মকর্তা (হিলসা) বিমল চন্দ্র দাস বাংলানিউজকে জানান, আটক ২২ জনের মধ্য থেকে ২০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত এবং ২জনের কাছ থেকে মুচলেকা রাখা হয়েছে। পাশাপাশি জব্দ জাল ধ্বংস এবং উদ্ধার হওয়া ইলিশ বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৯
এমএস/এএটি