বুধবার (১৬ অক্টোবর) বিকেলে শিবপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। আহত শিশুদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত রনি ওই এলাকার সাত্তারের ছেলে ও সাহাদাত মাকসুদেরর ছেলে। তারা দুইজনে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণির ছাত্র।
ভোলার পুলিশ সুপার সরকার মো. কায়সার বাংলানিউজকে জানান, বিকেলে বাড়ির পাশের বাগানে একটি গাছের নিচে পরিত্যক্ত অবস্থায় দুটি ককটেল দেখতে পেয়ে হাতে নেয় তারা। এক পর্যায়ে খেলনা ভেবে খেলা করার সময় হাত থেকে একটি ককটেল মাটিতে পড়ে বিস্ফোরণ হয়। এতে শিশু দুইটি আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতাল ভর্তি করে। আহত শিশু দুটি অশঙ্কামুক্ত।
তিনি আরও জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থল থেকে দুটি তাজা ককটেল এবং বিস্ফোরিত ককটেলের আলামত উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৯
এনটি