নিখোঁজ ছাত্রীকে খুঁজে পেতে প্রশাসনের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তার পরিবার।
নিখোঁজের পরিবার ও থানা সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর বড় মাগড়া গ্রামের মোসলেম বক্তিয়ারের মেয়ে মনি সরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ৩ অক্টোবর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
মনিকে খুঁজে পেতে ব্যাকুল পরিবারের লোকজন। মনিকে খুঁজে পেতে প্রশাসন ও সাংবাদিকদের কাছে সাহায্যের আবেদন করেছেন তার পরিবারের লোকজন।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন জানান, জেলা থানার পুলিশ ও র্সোস তৎপর রয়েছে। অচিরেই মনি খানমকে খুঁজে পাওয়া যাবে।
বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৯
এমএস/এএটি