বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে জেলা সদর উপজেলার ভোমরা স্থলবন্দর সংলগ্ন লক্ষিদাড়ি সীমান্ত থেকে ইয়াবাগুলো জব্দ করা হয়। তবে এসময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
বিজিবি জানায়, ভারত থেকে অবৈধ পথে ইয়াবা পাচার হচ্ছে এমন গোপন সংবাদে দুপুরে ওই সীমান্তে অভিযান চালিয়ে একটি শপিং ব্যাগ ভর্তি ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৯
এসআরএস