ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট, এ রায় দৃষ্টান্ত: পিপি হাফেজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৯
রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট, এ রায় দৃষ্টান্ত: পিপি হাফেজ রাষ্ট্রপক্ষের কৌসুঁলি ফেনী জজ কোর্টের পিপি হাফেজ আহম্মদ কথা বলছেন

ফেনী: নুসরাত হত্যায় এ রায়ের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপিত হয়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপক্ষের কৌসুঁলি ফেনী জজ কোর্টের পিপি হাফেজ আহম্মদ।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে নুসরাত হত্যার রায় ঘোষণার পর তিনি সাংবাদিকদের একথা জানান।  

আরও পড়ুন>>রায় কার্যকর পর্যন্ত নিরাপত্তা চায় নুসরাতের পরিবার

তিনি বলেন, রাষ্টপক্ষ রায়ে সন্তুষ্ট।

এমন রায় প্রমাণ করে অপরাধী যেই হোক কারও কোনো ছাড় নেই।  

‘মিডিয়ার মাধ্যমে পুরো দুনিয়া জানাতে পেরেছে এ ঘটনা। আসামি যতই প্রভাবশালী হোক কেউই যে অপরাধ করে পার পাবে না সেটা প্রমাণ হলো।
 
এসময় উপস্থিত ছিলেন পিপি প্রিয় রঞ্জন, নুসরাতের আইনজীবী শাহজাহান সাজু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৯
এসএইচডি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।