রোববার (২৭ অক্টোবর) চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের মো. শওকত আলী এ রায় দেন।
আদালতের আইনজীবী অ্যাডভোকেট এম মাহবুব আলম জুয়েল বাংলানিউজকে জানান, স্ট্যান্ডার্ড ব্যাংক রহনপুর শাখার তৎকালীন ম্যানেজার জহুরুল ইসলাম বাদী হয়ে ২০১৭ সালে এমআই অ্যাকট সেশান ১০৪৯/১৭ ঋণ খেলাপি, প্রতারণা ও চেক জালিয়াতির মামলা দায়ের করেন।
তিনি আরও জানান, খুব শিগগিরই আসামি বাবুকে আদালতে আত্মসমর্পণ ও রায়ের বিরুদ্ধে হাইকোটে আপিল করা হবে। তবে এ ব্যাপারে ফারুক আম্মেদ বাবুর সঙ্গে একাধিকবার তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৯
এসআরএস