ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে অস্ত্র মামলায় এক ব্যক্তির ১০ বছরের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪১ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৯
রূপগঞ্জে অস্ত্র মামলায় এক ব্যক্তির ১০ বছরের কারাদণ্ড

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে অস্ত্র মামলায় আব্দুল খালেক নামে এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলা থেকে আসামি খলিলুর রহমানকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত আব্দুল খালেক রূপগঞ্জ থানা এলাকার মৃত নুরুল হকের ছেলে এবং খালাসপ্রাপ্ত খলিলুর রহমান একই এলাকার ফজলুর রহমানের ছেলে।

রোববার (২৭ অক্টোবর) নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানা এ রায় দেন।

রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৩ মার্চ র‌্যাব-১১ ডিএডি মুন্সী নজরুল ইসলামের নেতৃত্বে রূপগঞ্জ চাঁনপাড়া পুনর্বাসন এলাকার খলিলুর রহমানের বাড়ির তিন তলায় অভিযান চালিয়ে একটি কাঠের বাটযুক্ত রিভলবারসহ আবদুল খালেক ও খলিলুর রহমানকে গ্রেফতার করে। পরে মুন্সী নজরুল ইসলাম বাদী হয়ে রূপগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলায় দায়ের করেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জাসমিন আহমেদ বাংলানিউজকে জানান, ২০১৬ সালে র‌্যাব-১১ এর দায়ের করা রূপগঞ্জ থানার একটি অস্ত্র মামলায় আবদুল মালেককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং অভিযোগ প্রমাণিত না হওয়ায় খলিলুর রহমানকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।