দণ্ডপ্রাপ্ত আব্দুল খালেক রূপগঞ্জ থানা এলাকার মৃত নুরুল হকের ছেলে এবং খালাসপ্রাপ্ত খলিলুর রহমান একই এলাকার ফজলুর রহমানের ছেলে।
রোববার (২৭ অক্টোবর) নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানা এ রায় দেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৩ মার্চ র্যাব-১১ ডিএডি মুন্সী নজরুল ইসলামের নেতৃত্বে রূপগঞ্জ চাঁনপাড়া পুনর্বাসন এলাকার খলিলুর রহমানের বাড়ির তিন তলায় অভিযান চালিয়ে একটি কাঠের বাটযুক্ত রিভলবারসহ আবদুল খালেক ও খলিলুর রহমানকে গ্রেফতার করে। পরে মুন্সী নজরুল ইসলাম বাদী হয়ে রূপগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলায় দায়ের করেন।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জাসমিন আহমেদ বাংলানিউজকে জানান, ২০১৬ সালে র্যাব-১১ এর দায়ের করা রূপগঞ্জ থানার একটি অস্ত্র মামলায় আবদুল মালেককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং অভিযোগ প্রমাণিত না হওয়ায় খলিলুর রহমানকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৯
ওএইচ/