ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

আশ্বাসে বিজিএমইএ ভবন ছাড়লো শ্রমিকরা

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৪ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৯
আশ্বাসে বিজিএমইএ ভবন ছাড়লো শ্রমিকরা বিজিএমইএ ভবনের সামনে শ্রমিকরা। ছবি: বাংলানিউজ

আশুলিয়া (ঢাকা): বেতন-ভাতা পরিশোধ করার আশ্বাসে বিজিএমইএ ভবন ছাড়লো পোশাক কারখানার শ্রমিকরা।

রোববার (২৭ অক্টোবর) সন্ধ্যার দিকে উত্তরায় অবস্থিত বিজিএমইএ'র নতুন ভবনের সামনে থেকে চলে যায় আশুলিয়ার ‘ট্রেন্ডি আউটওয়্যার লিমিটেড’ কারখানার শ্রমিকরা।  

এর আগে, দুপুরে কারখানাটির প্রায় ৭০০ শ্রমিক হেঁটে এসে বিজিএমইএ'র নতুন ভবনের সামনে অবস্থান নেয়।

পরে দফায় দফায় শ্রমিক প্রতিনিধি, কারখানার কর্মকর্তারা ও বিজিএমইএ'র কর্মকর্তাদের মধ্যে বৈঠক হয়।

শ্রমিকরা জানান, সেপ্টেম্বর মাসের বেতন নিয়ে কারখানা কর্তৃপক্ষ নানা টালবাহানা করছে। সেপ্টেম্বর মাসের বেতনের দাবিতে তারা এর আগেও আন্দোলন করেছেন। সে সময় কারখানা কর্তৃপক্ষ (২৬ অক্টোবর) শনিবার বেতন পরিশোধ করবে বলে সময় দেন। পরে গতকাল শনিবার শ্রমিকরা এলে কারখানার সামনে বন্ধের নোটিশ দেখতে পান। পরে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে রোববার দুপুরে বিজিএমইএ ভবন ঘেরাও করে।

আশ্বাসের ব্যাপারে তারা জানায়, বিজিএমইএ'র সিনিয়র সচিব মনসুর খালেদ তাদের বলেছেন, আগামী বুধবারের (৩০ অক্টোবর) মধ্যে যদি মালিকপক্ষ কোনো ব্যবস্থা না নেয় তাহলে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের ব্যাপারে বিজিএমইএ সহায়তা করবে।

এ বিষয়ে বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. সফিউর ইসলাম সুলতান বাংলানিউজকে বলেন, বিজিএমইএ'র কর্মকর্তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক হওয়ার পর আগামী (৩০ অক্টোবর) বুধবার বেতন দেওয়ার সিদ্ধান্ত হয়। এ আশ্বাসের ভিত্তিতে শ্রমিকদের নিয়ে আমরা ওই স্থান থেকে চলে আসি।

** পোশাক শ্রমিকদের বিজিএমইএ ভবন ঘেরাও 
** বিজিএমইএ’র ভবন ঘেরাও করতে যাচ্ছে পোশাক শ্রমিকরা

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, অক্টোবর, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।