রোববার (২৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গুলশান-২ এর ৫৭ নম্বর রোডের ১১/এ আজিজ মোহাম্মদ ভাইয়ের বাসার ভবনের দ্বিতীয় তলায় রাজা মোহাম্মদের বাসায় অভিযান শুরু হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ ফজলুর রহমান জানান, আজিজ মোহাম্মদের ছোটভাই রাজা মোহাম্মদ ভাইয়ের বাসায় অভিযান চলছে।
রাজা মোহাম্মদ ভাই মারা গেছেন। তার স্ত্রী বাসাটিতে থাকেন বলে জানা যায়। তবে অভিযান শুরুর সময় বাসাটিতে কেউ ছিলেন না। সংশ্লিষ্টদের ধারণা, ভবনের ছাদে পাওয়া ক্যাসিনো ও বারের সঙ্গে এই বাসাটিরও সংশ্লিষ্টতা রয়েছে।
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৯
পিএম/এএ