রোববার (২৭ অক্টোবর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনী সদর উপজেলার লেমুয়া বাজারে ব্যতিক্রমী এ আয়োজন করেছে এলাকাবাসী।
আয়োজকদের একজন ফেনীর স্থানীয় সাংবাদিক জহিরুল হক মিলন বাংলানিউজকে জানান, গত দুই বছরে লেমুয়া বাজারে রাস্তা পারাপার ও অসাবধানতাজনিত কারণে ২০ জনের অধিক মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন, চাকরিজীবী ও স্কুল শিক্ষার্থীদের তাড়াহুড়ো থাকে ফলে দুর্ঘটনা ঘটে।
স্কুলশিক্ষক এনামুল হক বলেন, মানুষ যেন ইচ্ছে মতো রাস্তা পারপার না হতে পারে তাই কাঁটা তারের বেড়া দিয়ে ডিভাইডারের ফাঁকগুলো আটকে দেওয়া হয়েছে। এলাকাবাসীর টাকায় এ কাজ করা হয়েছে।
স্থানীয় ব্যবসায়ী শাহাদাত হোসেন দাবি করেন, বাজার কাছাকাছি সড়ক ও জনপদ বাংলো বরাবর মহাসড়কের ডিভাইডারের ফাঁকটি বন্ধ করে দিলে পথচারীদের ফুটওভার ব্রিজ ছাড়া রাস্তা পারাপারে বিকল্প কোনো উপায় থাকবে না।
এছাড়া আরমান শাহাদাত, আবদুর রহিম, সজীব, শিপন, পিয়াস, মোমিন, আনোয়ার, জাফর এ কাজে নিজেদের সম্পৃক্ত করেন।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৯
এসএইচডি/ওএইচ/