ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীর লেমুয়ায় ফুটওভার ব্রিজ ব্যবহারে ব্যতিক্রমী আয়োজন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৯
ফেনীর লেমুয়ায় ফুটওভার ব্রিজ ব্যবহারে ব্যতিক্রমী আয়োজন

ফেনী: ফেনীর লেমুয়ায় পথচারীদের ফুটওভার ব্রিজ ব্যবহারে উদ্বুদ্ধ করতে র‌্যালি, লিফলেট বিতরণ ও কাঁটা তারের বেড়া দেওয়া হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনী সদর উপজেলার লেমুয়া বাজারে ব্যতিক্রমী এ আয়োজন করেছে এলাকাবাসী।

আয়োজকদের একজন ফেনীর স্থানীয় সাংবাদিক জহিরুল হক মিলন বাংলানিউজকে জানান, গত দুই বছরে লেমুয়া বাজারে রাস্তা পারাপার ও অসাবধানতাজনিত কারণে ২০ জনের অধিক মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন, চাকরিজীবী ও স্কুল শিক্ষার্থীদের তাড়াহুড়ো থাকে ফলে দুর্ঘটনা ঘটে।

এখানে একটি ফুটওভার ব্রিজ থাকলেও মানুষের অনীহার কারণে দুর্ঘটনা ঘটছে। সবাই যেন ফুটওভার ব্রিজ ব্যবহার করেন তাই এ আয়োজন।

স্কুলশিক্ষক এনামুল হক বলেন, মানুষ যেন ইচ্ছে মতো রাস্তা পারপার না হতে পারে তাই কাঁটা তারের বেড়া দিয়ে ডিভাইডারের ফাঁকগুলো আটকে দেওয়া হয়েছে। এলাকাবাসীর টাকায় এ কাজ করা হয়েছে।

স্থানীয় ব্যবসায়ী শাহাদাত হোসেন দাবি করেন, বাজার কাছাকাছি সড়ক ও জনপদ বাংলো বরাবর মহাসড়কের ডিভাইডারের ফাঁকটি বন্ধ করে দিলে পথচারীদের ফুটওভার ব্রিজ ছাড়া রাস্তা পারাপারে বিকল্প কোনো উপায় থাকবে না।

এছাড়া আরমান শাহাদাত, আবদুর রহিম, সজীব, শিপন, পিয়াস, মোমিন, আনোয়ার, জাফর এ কাজে নিজেদের সম্পৃক্ত করেন।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৯
এসএইচডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।