রোববার (২৭ অক্টোবর) সন্ধ্যায় বগুড়া সদর উপজেলার আনসার ও ভিডিপি কার্যালয় থেকে তাকে আটক করা হয়। আনিসুর সিরাজগঞ্জের বেলকুচি থানার চন্দনগাছি গ্রামের জয়নাল আবেদীনের ছেলে ও বগুড়া সদর উপজেলা আনসার ও ভিডিপি কার্মকর্তা।
জানা যায়, গত ৯ সেপ্টেম্বর বগুড়ায় বৃক্ষ রোপণ কর্মসূচিতে আনসার ও ভিডিপির ১২ জন ওয়ার্ড লিডার অনুপস্থিত ছিলেন। এ কারণে সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ওয়ার্ড লিডারদের কারণ দর্শানোর নোটিশ নেন। পরে ওই ১২ জনের প্রত্যেকের কাছে ১০ হাজার টাকা করে মোট এক লাখ ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন আনিছুর। চাকরি রক্ষার্থে ১২ জন আনসার সদস্য পাঁচ হাজার করে ৬০ হাজার টাকা দিতে রাজি হন এবং ভুক্তভোগীরা বিষয়টি দুর্নীতি দমন কমিশন বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ে অভিযোগ করেন।
অভিযোগের ভিত্তিতে দুদকের একটি দল সন্ধ্যায় জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে অভিযান চালায়। এ সময় আনিছুর পালানোর চেষ্টা করলে দুদক সদস্যরা তাকে আটক করে এবং তার কাছে থাকা ঘুষের ৪৫ হাজার টাকা জব্দ করেন।
বগুড়া জেলা দুদকের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান বাংলানিউজকে বলেন, আনসার সদস্য শাকিল আল মামুনসহ ১২ জনের অভিযোগের ভিত্তিতে আনিছুরকে আটক করা হয়। ঘুষ নেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হবে।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৯
কেইউএ/আরআইএস/