ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

‘গুজব’: কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ রাজশাহী এসপির 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৭ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৯
‘গুজব’: কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ রাজশাহী এসপির  জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা

রাজশাহী: সোশ্যাল মিডিয়া ব্যবহার করে কেউ যাতে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়াতে না পারে সে বিষয়ে জেলার সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন, রাজশাহী পুলিশ সুপার (এসপি) মো. শহিদুল্লাহ। 

রোববার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় এ নির্দেশনা দেন তিনি।   

সভায় পুলিশ সুপার মো. শহিদুল্লাহ রাজশাহীতে মাদক-জঙ্গিবাদবিরোধী অভিযান আরও জোরদার করার জন্যও থানার ওসিদের বিশেষ নির্দেশনা দেন।

গণমুখী পুলিশিং নিশ্চিত করা ও সাধারণ জনগণ যাতে থানায় গিয়ে প্রত্যাশিত সেবা পায় তা নিশ্চিত করতে পুলিশ কর্মকর্তাদের সর্বোচ্চ সহযোগিতার মানসিকতা নিয়ে কাজ করারও আহ্বান জানানো হয়।  

এছাড়া জেলা পুলিশের সব ইউনিটের আইন-শৃঙ্খলা ব্যবস্থা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন পুলিশ সুপার।   

রোববার (২৭ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজশাহী পুলিশ লাইনসে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। পরে দুপুর থেকে বিকেল পর্যন্ত পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে জেলা পুলিশের অপরাধ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজশাহী জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ। এসময় রাজশাহী জেলা পুলিশের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

পুলিশের মাসিক কল্যাণ সভায় ফোর্সদের কল্যাণ নিশ্চিতকরণ, স্বাস্থ্যসেবা, অবকাঠামো উন্নয়ন ও লজিস্টিক সাপোর্ট বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৯
এসএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।