রোববার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় এ নির্দেশনা দেন তিনি।
সভায় পুলিশ সুপার মো. শহিদুল্লাহ রাজশাহীতে মাদক-জঙ্গিবাদবিরোধী অভিযান আরও জোরদার করার জন্যও থানার ওসিদের বিশেষ নির্দেশনা দেন।
এছাড়া জেলা পুলিশের সব ইউনিটের আইন-শৃঙ্খলা ব্যবস্থা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন পুলিশ সুপার।
রোববার (২৭ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজশাহী পুলিশ লাইনসে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। পরে দুপুর থেকে বিকেল পর্যন্ত পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে জেলা পুলিশের অপরাধ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজশাহী জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ। এসময় রাজশাহী জেলা পুলিশের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশের মাসিক কল্যাণ সভায় ফোর্সদের কল্যাণ নিশ্চিতকরণ, স্বাস্থ্যসেবা, অবকাঠামো উন্নয়ন ও লজিস্টিক সাপোর্ট বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়।
বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৯
এসএস/এএ