ফেলে দেওয়া হচ্ছে ক্ষতিকর রং ও চিনিগুলো এতিমখানায় দেওয়া হয়। ছবি: বাংলানিউজ
চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ভেজাল গুড় তৈরির সময় ১৫০ কেজি চিনি ও অন্যান্য ক্ষতিকর উপকরণ জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পরে জব্দকৃত চিনি এতিমখানায় বিতরণ করা হয়েছে।
রোববার (২৭ অক্টোবর) বিকেলে উপজেলার শিবনারায়ণপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
সন্ধ্যায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়- গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শিবনারায়ণপুর এলাকার কয়েকটি গুড় তৈরির কারাখানায় অভিযান চালানো হয়।
এসময় গুড়ের সঙ্গে মেশানো বিভিন্ন রং, হাইড্রোজ, ডালডা ও ১৫০ কেজি চিনি জব্দ করা হয়। পরে চিনিগুলো শিবগঞ্জ এতিমখানায় বিতরণ ও অন্যান্য উপকরণ ধ্বংস করা হয়।
বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৯
আরএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।