ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় চার জেলেকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৯
কুষ্টিয়ায় চার জেলেকে জরিমানা

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরের পদ্মায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের অপরাধে চার জেলেকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় তাদের কাছ থেকে চার হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ ও দু’কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রকিবুল হাসান ওই চারজনকে আটক করে জরিমানা করেন।

আটক চার জন হলেন- তালবাড়ীয়া ইউনিয়নের পশ্চিম রানাখড়িয়া গ্রামের মৃত আব্দুস সাত্তার সরদারের ছেলে খোকন সরদার (৩৮), লোকমান মণ্ডল (৫৫), আজিমুদ্দিন সরদারের ছেলে মৃদুল সরদার (২০) ও আতিয়ার মণ্ডলের ছেলে মহিদুল ইসলাম মণ্ডল (৩০)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রকিবুল হাসান বাংলানিউজকে জানান, নিষেধাজ্ঞা অমান্য করে কয়েকজন জেলে পদ্মায় মা ইলিশ শিকার করছে। এমন খবর পেয়ে উপজেলার তালবাড়ীয়া এলাকার শামুখিয়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে চার জেলেকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চার হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও দু’কেজি মা ইলিশ মাছ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ হওয়া কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ফেলা ও মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা রাজিউল ইসলাম, পোড়াদহ মৎস্য বীজ খামারের ব্যবস্থাপক জগদীশ চন্দ্র পাল, তালবাড়ীয়া পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) হামিদুল ইসলাম, উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী আসাদুজ্জামান।

বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।