নিহত মিজানুর রহমান রাজাপুর উপজেলার তারাবুনিয়া গ্রামের মো. মজিবুর রহমানের ছেলে।
রোববার (২৭ অক্টোবর) কাঠালিয়া উপজেলা সদরের বড় কাঠালিয়া গ্রামের ত্বহা ব্রিকস ফিল্ডে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় মসজিদের ইমাম মাওলানা খাইরুল আমিন জানান, ব্রিকস ফিল্ডের ভেতর বিদ্যুতের তার সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় শ্রমিক মিজানুর। সেসময় অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে উপজেলা সদরের উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। পরে সেখান থেকে বরিশালে নেওয়ার পথে মিজানুরের মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৯
এমএস/এসএ