সোমবার (২৮ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ময়মনসিংহ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক দ্বীন মনি শর্মা বাংলানিউজকে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, বৈদ্যুতিক শটসার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
এর আগে রোববার (২৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে ময়মনসিংহের গাঙ্গিনারপাড় এলাকায় সূচনা সেন্টার পয়েন্ট নামে একটি শপিংমলের চতুর্থ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনায় শপিংমলের তিনটি দোকান পুড়ে গেছে।
আরও পড়ুন>>>ময়মনসিংহে শপিংমলে আগুন, পুড়ে গেছে ৩টি দোকান
বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৯
এমএকে/এসএ