রোববার (২৭ অক্টোবর) দিনগত রাত ১২টার দিকে অভিযান চালিয়ে ওই যুবককে আটক করা হয়। আটক জামাল টেকনাফ উনচিপ্রাং ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকের হোছেনের ছেলে।
সোমবার (২৮ অক্টোবর) সকালে র্যাবের পক্ষ থেকে এক বার্তায় সহকারী পরিচালক, মিডিয়া (এএসপি) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বাংলানিউজকে জানান, মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান সমুদ্র পাড়ি দিয়ে উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকা দিয়ে ঢুকবে । এমন খবর পেয়ে র্যাবের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় ট্রলারে থাকা বস্তাভর্তি আট লাখ পিস ইয়াবাসহ জামালকে আটক করা হয়। এ সময় জামালের সঙ্গে থাকা নূর হাফেজসহ আরও অজ্ঞাতপরিচয় পাঁচ থেকে ছয় জন যুবক পালিয়ে যায়।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৯
এসবি/এএটি