সোমবার (২৮ অক্টোবর) বন্দর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফিফা খান এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত হাবিব একই উপজেলার সোনাকান্দা এনায়েতনগর এলাকার আব্দুল মান্নাফ শেখের ছেলে।
বন্দর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, রূপালী আবাসিক এলাকার বিএম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের এক স্কুলছাত্রীকে (১১) দীর্ঘদিন থেকে উত্ত্যক্ত করছিল হাবিব। সোমবারও উত্ত্যক্ত করার সময় স্থানীয়রা ওই বখাটেকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৯
কেএসডি/এসআরএস