সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন মেহেন্দিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবিদুর রহমান।
পুলিশ কর্মকর্তা বলেন, ওই ঘটনায় নিহত শাহিনের বাবা ফারুক চৌকিদার বাদী হয়ে একটি মামলা করেছেন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, গত শনিবার (২৬ অক্টোবর) বিকেলে নদীতে ইলিশ ধরে জাঙ্গালিয়া খেয়াঘাটে ট্রলার ভেড়ান শাহীন। সে সময় ঘাটে থাকা কালু গাজীর ট্রলারের সঙ্গে ধাক্কা লাগে শাহীনের ট্রলারটির। এ নিয়ে বাদানুবাদের এক পর্যায়ে কালু ও তার ভাই বেল্লাল গাজীর নেতৃত্বে বেশ কয়েকজন নৌকার বৈঠা দিয়ে শাহীনকে মারধর করেন। সে সময় তাকে উদ্ধার করতে গিয়ে তার শ্বশুর বাবুল হাওলাদার, শ্যালক স্বপন ও রাজিব আহত হন।
জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদ সদস্য মো. হারুন জানান, শনিবার রাতে আশঙ্কাজনক অবস্থায় শাহীনকে প্রথমে বরিশাল শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ও পরবর্তীতে ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রোববার (২৭ অক্টোবর) মারা যান শাহীন।
শাহিন মেহেন্দিগঞ্জের জাঙ্গালিয়া ইউনিয়নের ভোলানাথ গ্রামের বাসিন্দা।
বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৯
এমএস/এইচজে