সোমবার (২৮ অক্টোবর) বিকেলে পার্ক দু’টি উদ্বোধন করেন রাঙামাটি জেলা প্রশাসক (ডিসি) একেএম মামুনুর রশীদ।
মামুনুর রশীদ বাংলানিউজকে বলেন, রাঙামাটিবাসীর দীর্ঘদিনের দাবি ছিল একটি শিশু পার্ক তৈরি করা।
তিনি বলেন, শিশু পার্কটি প্রতিদিন বিকেলে ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে। এরমধ্যেই পার্কের উন্নয়ন কাজ অব্যাহত থাকবে। এছাড়া পার্কটির জন্য একটি ফান্ড করা হবে যাতে সেটি তার আয় থেকে চলতে পারে।
এদিকে, একই দিন বিকেলে শহরের আপার রাঙামাটি এলাকায় একটি প্রবীণ পার্কেরও উদ্বোধন করেন ডিসি। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত পার্কটি জেলা প্রশাসনের সহযোগিতায় উন্নয়ন করে উদ্বোধন করা হয়।
পার্ক দু’টি উদ্বোধনের সময় রাঙামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সফিউল আজম, প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে, রাঙামাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, রাঙামাটি প্রবীণ সংঘের সভাপতি নীতিশ তালুকদার, সদস্য কাজল তালুকদার, স্বপন চাকমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজকর্মী এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৯
এমআরএ/এসআরএস