ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
কুড়িগ্রামে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় কুড়িগ্রামে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয়। ছবি: বাংলানিউজ

কুড়িগ্রাম: ‘তোমার রক্তের গ্রুপ জানো এবং তোমার গ্রুপের বন্ধুদের চেনো’ স্লোগানে কুড়িগ্রামের ভিতরবন্দ ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে কুড়িগ্রাম জেলার সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়ন পরিষদ (ইউপি) ও এলজিএসপি-৩ এর সহযোগিতায় শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নিণয় করা হয়।



নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর আহমেদ মাছুম রক্তের গ্রুপ নির্ণয়ের এ আয়োজন উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোসলেম উদ্দিন শাহ, ভিতরবন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল হক খন্দকার বাচ্চু ও ভিতরবন্দ ইউপি সচিব মো. গিয়াস উদ্দিন।
 
বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৯
এফইএস/এবি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।