সোমবার (২৮ অক্টোবর) দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে কুড়িগ্রাম জেলার সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়ন পরিষদ (ইউপি) ও এলজিএসপি-৩ এর সহযোগিতায় শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নিণয় করা হয়।
নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর আহমেদ মাছুম রক্তের গ্রুপ নির্ণয়ের এ আয়োজন উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোসলেম উদ্দিন শাহ, ভিতরবন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল হক খন্দকার বাচ্চু ও ভিতরবন্দ ইউপি সচিব মো. গিয়াস উদ্দিন।
বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৯
এফইএস/এবি/আরআইএস/