ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে হোটেলসহ তিন প্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৯ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
রূপগঞ্জে হোটেলসহ তিন প্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেশের অন্যতম পাইকারি কাপড়ের মার্কেটের পাশে হোটেলসহ তিনটি প্রতিষ্ঠান আগুনে পুড়ে গেছে।

সোমবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে ভুলতা গাউছিয়া মার্কেটের পাশে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে পুড়ে যাওয়া হোটেলগুলো হলো- সেবা হোটেল, জিএসপি হোটেল ও মার্জিয়ার স্টোর।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত সাড়ে ৯টার দিকে গাউছিয়া মার্কেটের পাশে সেবা হোটেলে হঠাৎ করে আগুন লেগে যায়। পরে আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। স্থানীয়রা ১ ঘণ্টা চেষ্টার পর সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এসময়ের মধ্যে এ তিনটি প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার পর ডেমরা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে পৌছাঁয়।

আগুনে ৩টি প্রতিষ্ঠান পুড়ে প্রায় ১২ লাখ ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করেন প্রতিষ্ঠানগুলোর মালিকরা।

ডেমরা ফায়ার সার্ভিসের ইনচার্জ আব্দুল মান্নান বলেন, বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। আমরা ঘটনাস্থলে পৌঁছানো আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। কি কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো জানা যায়নি।

বাংলাদেশ সময়: ২৩৫৮ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৯
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।