ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

নোবিপ্রবিতে ভবন থেকে পড়ে আহত শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
নোবিপ্রবিতে ভবন থেকে পড়ে আহত শ্রমিকের মৃত্যু

নোয়াখালী: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নির্মাণাধীন ভবন থেকে পড়ে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় জুয়েল (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এর আগে, সোমবার (২৮ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা কোয়ার্টারের নির্মাণাধীন ১০ লা ভবনের ৬ তলা থেকে পড়ে এ তিনি গুরুতর আহন হন।

 

জুয়েলের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়। তার বাবার নাম ছায়েদুল। গত কয়েক মাস থেকে নোবিপ্রবিতে নির্মাণ শ্রমিক হিসেবে তিনি কাজ করছিলেন।      

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেখার হোসাইন রাজু বাংলানিউজকে জানান, সোমবার সকালে ওই নির্মাণাধীন ওই ভবনে কাজ করার সময় হঠাৎ পা পিছলে নিচে পড়ে যান জুয়েল। পরে তাকে উদ্ধার করে নোয়াখালী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে মঙ্গলবার সকালে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।