মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এর আগে, সোমবার (২৮ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা কোয়ার্টারের নির্মাণাধীন ১০ লা ভবনের ৬ তলা থেকে পড়ে এ তিনি গুরুতর আহন হন।
জুয়েলের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়। তার বাবার নাম ছায়েদুল। গত কয়েক মাস থেকে নোবিপ্রবিতে নির্মাণ শ্রমিক হিসেবে তিনি কাজ করছিলেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেখার হোসাইন রাজু বাংলানিউজকে জানান, সোমবার সকালে ওই নির্মাণাধীন ওই ভবনে কাজ করার সময় হঠাৎ পা পিছলে নিচে পড়ে যান জুয়েল। পরে তাকে উদ্ধার করে নোয়াখালী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে মঙ্গলবার সকালে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
এসআরএস