মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার কান্দিরপাড় ইউনিয়ন পরিষদের (ইউপি) খুন্তা এলাকায় এ দুঘর্টনা ঘটে।
রনি কুমিল্লার লালমাই উপজেলার সমেশপুর গ্রামের মনু মিয়ার ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, সকালে রনি বাইসাইকেল চালিয়ে খালার বাড়ি যাওয়ার পথে খুন্তা নামক স্থানে পৌঁছালে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এসময় ট্রাকচালক পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি উদ্ধার করেছে।
বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
ওএইচ/