ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

মুরাদনগরে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
মুরাদনগরে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার অভিযোগ

কুমিল্লা: কুমিল্লার মুরাদনগর উপজেলায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর স্বামীর আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) ভোর রাতে উপজেলার বাঙ্গরা বাজার থানা এলাকার ব্রাহ্মণচাপিতলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ব্রাহ্মণচাপিতলা গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে ফারুক মিয়া (৩৮) ও তার স্ত্রী একই গ্রামের হারুন মিয়ার মেয়ে রুজিনা।

জানা যায়, ব্রাহ্মণচাপিতলা গ্রামের ফারুক একই গ্রামের রুজিনাকে পারিবারিক সম্মতিতে বিয়ে করেন। তাদের সংসারে তিনটি কন্যা সন্তান আছে। পারিবারিক বিষয় নিয়ে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো।

ফারুকের বড় ভাই সহিদ মিয়া বলেন, ফারুক ঢাকায় থাকেন। সোমবার (২৮ অক্টোবর) দিনগত রাতের কোন সময় সে বাড়ি এসেছে আমাদের জানা নেই। সকালে উঠে আমরা তাদের মরদেহ দেখতে পাই।

এদিকে, খবর পেয়ে মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম ও বাঙ্গরা বাজার থানার ইন্সপেক্টর (তদন্ত) আবদুল্লাহ আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আবদুল্লাহ আল মামুন জানান, মরদেহ দু’টি উদ্ধার ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

তিনি আরও জানান, স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর স্বামী আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।