মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল থেকে খাগড়াছড়ি টাউন হলে দিনব্যাপী সেমিনারটি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে ছিলেন সামরিক গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) ডেট কমান্ডার কর্নেল মো. নাজিম উদ্দিন।
খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার (এসপি) মোহা. আহমার উজ্জামানের সভাপতিত্বে সেমিনারে আরও উপস্থিত ছিলেন ডিএমপির কাউন্টার টেরোরিজম বিভাগের (এডিসি) পুলিশ সুপার (এসপি) আব্দুল মান্নান, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি-২৭) অধিনায়ক লে. কর্নেল মাহবুবুল ইসলাম।
সেমিনারে খাগড়াছড়ির বিভিন্ন সরকারি দফতর, সামরিক কর্মকর্তাসহ বিভিন্ন কলেজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সেখানে বক্তারা, সন্ত্রাস, জঙ্গিবাদ দমনে সামাজিক সচেতনতার সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন। সেমিনার থেকে উগ্রবাদ দমনে করণীয় নিয়ে সবাই মতামত প্রকাশ করেন।
বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
এডি/এফএম/এএটি