ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সাকিবের পাশে দাঁড়ানোর আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
সাকিবের পাশে দাঁড়ানোর আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও সাকিব আল হাসান।

ঢাকা: বিশ্বসেরা অলরাউন্ডার এবং বাংলাদেশ ক্রিকেটের আস্থার প্রতীক, টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক সাকিব আল হাসানের পাশে দাঁড়ানোর জন্য মিডিয়াকে আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। 

মঙ্গলবার (২৯ অক্টোবর) ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি এ আহ্বান জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ‘আমি প্রত্যাশা করি, বাংলাদেশে সব মিডিয়া এবং বিদেশি গণমাধ্যমে কাজ করেন এ ধরনের সব বাংলাদেশি সাকিবের পক্ষে শক্ত হয়ে দাঁড়াবেন।

‘রাজনীতিবিদদের নিয়ে বিভ্রান্তিকর হেডলাইন করা রেওয়াজে পরিণত হয়েছে। কিন্তু দয়া করে সাকিবের (বা অন্য যেকোনো আন্তর্জাতিক সম্মান বয়ে এনেছে এ ধরনের কোনো ক্রীড়াবিদদের) সঙ্গে এটা করবেন না। '

তিনি আরও বলেন, ‘স্বাধীনতা উত্তর বাংলাদেশের সেরা সম্পদের অন্যতম একটি নাম সাকিব আল হাসান, যে আমাদের অনেক কষ্টের মাঝেও আমাদের মুখে হাসি ফুটিয়েছে, আমরা বিশ্বের সেরা যেসব অলরাউন্ডারদের দেখে বেড়ে উঠেছিলাম তাদের সবার চেয়ে যে সে ( সাকিব আল হাসান) সেরা তা আমার আপনার বিবেচনায় নয়, বছরের পর বছরের পরিসংখ্যান এবং আইসিসিই তা বলেছে। আর এটাকে অন্য কিছুর সঙ্গে অযথা জড়াবেন না। আইসিসির নিয়ম আছে, যা বিসিবি দেখবে কিন্তু নাগরিক হিসেবে সাকিবের পাশে সবাইকে দাঁড়াতেই হবে। ’

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
টিআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।