জাহাঙ্গীর রূপগঞ্জ থানার মঙ্গল খালী এলাকার মো. রবিউল্লাহর ছেলে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানা এ রায় দেন।
মামলা সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক নজরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানার মুড়াপাড়া সিনেমা হলের পেছন থেকে আসামি জাহাঙ্গীরকে ৩০ গ্ৰাম হিরোইনসহ গ্ৰেফতার করে। পরে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মাদক মামলা দায়ের করেন।
নারায়ণগঞ্জ জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট জাসমিন আহমেদ বাংলানিউজকে জানান, ২০১১ সালের রূপগঞ্জ থানার দায়ের করা একটি মাদক মামলায় আসামি জাহাঙ্গীকে যাবজ্জীবন কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাঁচজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামির উপস্থিতিতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানা এ রায় দেন।
বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
ওএইচ/