মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে সলঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ন কবির বাংলানিউজকে এ তথ্য জানান। এর আগে, এদিন ভোরে হাটিকুমরুল-বগুড়া মহাসড়কে উপজেলার হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের উত্তরপাশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- সিরাজঞ্জ সদর উপজেলার মালিগাতী গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আনোয়ার হোসেন ওরফে সাগর (৩৮), সলঙ্গা থানার লাঙ্গলমোড়া গ্রামের মোজদার আলীর ছেলে সবুজ শেখ (২৭), রায়গঞ্জ উপজেলার রামকৃষ্ণ কোদলা গ্রামের আক্তার হোসেন (৪৫) ও বগুড়ার শেরপুর উপজেলার আমিনপুর আশগ্রামের রফিকুল ইসলামের ছেলে রঞ্জু মিয়া (২৬)।
পরিদর্শক (তদন্ত) হুমায়ন কবির জানান, ১০ থেকে ১২ জনের সংঘবদ্ধ একটি ডাকাতদল ওই মহাসড়কের হাটিকুমরুল ইউপির উত্তরপাশে ট্রাকে করে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল- এমন গোপন সংবাদে ভোরে সেখানে অভিযান চালিয়ে ওই চার ডাকাতকে আটক করা হলেও অন্যরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ছয় চাকার একটি ট্রাক, দু’টি চাপাতি, দু’টি রামদা, দু’টি ছোরা, তিনটি রড, ব্লেড, রেঞ্জসহ বিভিন্ন ডাকাতির সরঞ্জাম জব্দ করা হয়। এ ঘটনায় সলঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
এসআরএস