ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গা স্থানান্তরে প্রস্তুত ভাসানচর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
রোহিঙ্গা স্থানান্তরে প্রস্তুত ভাসানচর রোহিঙ্গা, ছবি: সংগৃহীত

ঢাকা: নোয়াখালীর হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়নের ভাসানচর টেকনাফ ও উখিয়া থেকে এক লাখ রোহিঙ্গা স্থানান্তরের জন্য প্রস্তুত করা হয়েছে। মিয়ানমার থেকে পালিয়ে এসে কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের আবাসন এবং নিরাপত্তার জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ কাজ ইতোমধ্যেই শেষ হয়ে গেছে এখানে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির পঞ্চম বৈঠক থেকে এ তথ্য জানানো হয়।

কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া বৈঠকে সভাপতিত্ব করেন।

এতে উপস্থিত ছিলেন কমিটির সদস্য মোতাহার হোসেন, নাসির উদ্দিন, মহিবুর রহমান এবং নাহিদ ইজাহার খান।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে ভাসানচর আবাসন প্রকল্প নিয়ে আলোচনা করা হয় এবং এ প্রকল্পের ওপর একটি মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। বলা হয়, চরঈশ্বর ইউনিয়নের ভাসানচরে এক লাখ বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকের আবাসন এবং দ্বীপের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ কাজ শেষ হয়েছে।

প্রকল্পটির জন্য জিওবিখাত থেকে বরাদ্দ দেওয়া ২৩১২১৫ দশমিক ৩১ লাখ টাকার মধ্যে ২২৬৫৯০ দশমিক ৪৪ লাখ টাকা ব্যয় হয়েছে এবং ৪৬২৪.৩১ লাখ টাকা কন্টিজেন্সির জন্য ব্যয়ের অপেক্ষায় রয়েছে।

বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব আখতার হোসেন ভূঁইয়া, সেনাবাহিনীর সদরদপ্তরের লেফটেন্যান্ট জেনারেল মো. সফিকুর রহমানসহ নৌবাহিনী, বিমানবাহিনী, সশস্ত্র বাহিনী বিভাগ এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন>> বাড়তি সুযোগের আশায় ভাসানচর যেতে রাজি রোহিঙ্গারা

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
এসই/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।