ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

দুর্যোগ পরবর্তী উদ্ধার অভিযানে মাঠ পর্যায়ের অনুশীলন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
দুর্যোগ পরবর্তী উদ্ধার অভিযানে মাঠ পর্যায়ের অনুশীলন

ঢাকা: দুর্যোগ পরবর্তীকালে অনুসন্ধান ও উদ্ধার অভিযানের অংশ হিসেবে মাঠ পর্যায়ের অনুশীলন এবং মহড়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মাঠ পর্যায়ের অনুশীলন আয়োজিত হয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগ এবং ইউএস প্যাসিফিক আর্মি কমান্ডের যৌথ উদ্যোগে।

স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেডের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ মহড়ায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগসহ সংশ্লিষ্ট সরকারি, বেসরকারি ও আন্তর্জাতিক মোট ৫৫টি সংস্থার মোট ৬৮০ জন সদস্য অংশ নেন। এছাড়া ৩৬টি দেশের প্রায় একশ’ সামরিক ও বেসামরিক প্রতিনিধি পরিদর্শক হিসেবে অংশ নেন। মাঠ পর্যায়ের এ অনুশীলন ও মহড়া অনুষ্ঠানে প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেডের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম রেজাউল মজিদ।  

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রথমবারের মতো এ বছরে মাঠ পর্যায়ে দুর্যোগকালীন সময়ে প্রতিবন্ধী ব্যক্তিদের উদ্ধারের জন্য বিশেষায়িত সেল এবং বৈদেশিক ত্রাণ সমন্বয় সেল অন্তর্ভুক্ত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
এবি/এইচএডি/ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।