বুধবার (৩০ অক্টোবর) দুপুরে যশোর জেলা অটো টেম্পু ও অটো থ্রি হুইলার চালক শ্রমিক ইউনিয়ন এ কর্মসূচি পালন করে।
শহরের দড়াটানা মোড়ে আয়োজিত মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
মানববন্ধনে সংগঠনের সভাপতি শিমুল সরদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন যশোর জেলা অটো টেম্পু ও অটো থ্রি হুইলার চালক শ্রমিক ইউনিয়নের (রেজি. ১৫১৮) সাধারণ সম্পাদক ইউসুফ শিকদার।
চালক শ্রমিক ইউনিয়নের নেতারা বলেন, মালিক ও চালকদের সংগঠন শ্রম দপ্তর থেকে রেজিস্ট্রেশন পাওয়ার পর বিআরটিএ’র কাছ থেকে রুট পারমিট নিয়ে অটো টেম্পো ও থ্রি হুইলার সড়কে চালিয়ে আসছিল। কিন্তু আকস্মিকভাবে রেজিস্ট্রেশন ও রুট পারমিট বন্ধ করে দেওয়ায় বেকার হয়ে মালিক ও চালকরা মানবেতর জীবনযাপন করছেন। এ অবস্থায় সড়কে চলাচলের জন্য বিআরটিএ রেজিস্ট্রেশন ও রুট পারমিট পুনরায় চালু করতে হবে। সড়কে নির্বিঘ্নে অটো থ্রি হুইলার চালানোর অনুমতি প্রদান, যাত্রী নিয়ে রাস্তায় বের হলে ট্রাফিক বিভাগের হয়ারনি বন্ধ করতে হবে।
বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
ইউজি/এইচএডি/