বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৬টায় স্থানীয়রা আশিককে উদ্ধার করে শেরপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আশিক শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের কৃষ্ণপুর যমুনা পাড়ার চাতাল ব্যবসায়ী মুঞ্জু মিয়ার ছেলে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বাংলানিউজকে জানান, এ ঘটনায় সিয়াম (১৫) নামে এক কিশোরকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে হত্যার কথা স্বীকার করেছে সিয়াম। সে প্রতিবেশী সুরুজের ছেলে। এ ঘটনায় সিয়ামের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নেওয়া হয়েছে। যে লাঠি দিয়ে আশিককে হত্যা করা হয়েছে সেটিও উদ্ধার করেছে পুলিশ।
বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
কেইউএ/এইচএডি