ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে পৃথক অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
কিশোরগঞ্জে পৃথক অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে পৃথক অভিযানে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (৩০ অক্টোবর) কিশোরগঞ্জ শহর ও হোসেনপুর উপজেলায় অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়।  

বুধবার দুপুরে কিশোরগঞ্জ শহরের বড়বাজার গাজী মার্কেটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব মাহমুদ পাশা।

এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাম্মদ গোলাম মোস্তফা, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কিশোরগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক ইব্রাহীম হোসেন, বিএসটিআই পরিদর্শক নাজমুস শায়েদত, জেলা ক্যাবের সভাপতি আলম সারোয়ার টিটুসহ র‌্যাব ও আনসার সদস্যরা।  


মাহমুদ পাশা বাংলানিউজকে জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে দুপুরে জেলা শহরের বড়বাজার গাজী মার্কেটে অভিযান চালানো হয়। এসময় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ অনুযায়ী ব্যবসা পরিচালনা না করার দায়ে আশারবাণী স্টোরকে ৩০ হাজার টাকা, ঢাকা স্টোরকে ১০ হাজার টাকা ও সাদেক স্টোরকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।  

অপরদিকে বিকেলে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার দাপুনিয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান।  

ওয়াহিদুজ্জামান বাংলানিউজকে জানান, বিকেলে উপজেলার দাপুনিয়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ অনুযায়ী ফুয়েলের (অকটেন, পেট্রোল) পরিমাণে কারচুপি করার অপরাধে মেসার্স ইশা ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।  

এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান।  

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
এমআরএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।