বুধবার (৩০ অক্টোবর) কিশোরগঞ্জ শহর ও হোসেনপুর উপজেলায় অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়।
বুধবার দুপুরে কিশোরগঞ্জ শহরের বড়বাজার গাজী মার্কেটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব মাহমুদ পাশা।
মাহমুদ পাশা বাংলানিউজকে জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে দুপুরে জেলা শহরের বড়বাজার গাজী মার্কেটে অভিযান চালানো হয়। এসময় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ অনুযায়ী ব্যবসা পরিচালনা না করার দায়ে আশারবাণী স্টোরকে ৩০ হাজার টাকা, ঢাকা স্টোরকে ১০ হাজার টাকা ও সাদেক স্টোরকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে বিকেলে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার দাপুনিয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান।
ওয়াহিদুজ্জামান বাংলানিউজকে জানান, বিকেলে উপজেলার দাপুনিয়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ অনুযায়ী ফুয়েলের (অকটেন, পেট্রোল) পরিমাণে কারচুপি করার অপরাধে মেসার্স ইশা ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান।
বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
এমআরএ/