বুধবার (৩০ অক্টোবর) রাতে শিশুটির বাবা বাদী হয়ে কাউখালী থানায় মামলা দায়ের করেন। শিশুটি স্থানীয় পূর্ব আমরাজুড়ি দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থী।
মামলা সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে বাড়িতে খেলা ঘরে করছিল মেয়েটি। এসময় প্রতিবেশী মোস্তফা তাকে ঘরে একা পেয়ে ধর্ষণ করে। পরে শিশুটির চিৎকারে তার মা ও আশপাশের লোকজন ছুটে এলে পালিয়ে যায় সে।
গুরুতর আহত অবস্থায় শিশুটি কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন বলে জানা গেছে।
কাউখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বাংলানিউজকে বলেন, পূর্ব আমরাজুড়ি গ্রামের ওই শিশুটিকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। শিশুটির বাবার অভিযোগের ভিত্তিতে আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ০০৩৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
কেএসডি/আরএ