বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খাঁন কামাল, শিরিন আক্তার এমপিসহ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
কিশোরগঞ্জের নৃত্যাঙ্গন একাডেমির নৃত্যশিল্পী রিদিতা দেবনাথ ও তার দল জাতীয়ভাবে সেরা পাঁচে বিজয়ী হয়ে পুরস্কার জিতেছে। এছাড়াও দলীয়ভাবে (ক ও খ) দুইগ্রুপে প্রথম হয়েছে তারা। অন্যদিকে একক নৃত্য প্রতিযোগিতার ‘ক’ গ্রুপে ব্রন্ধা ২য় ও জ্যোতি ৩য় স্থান এবং ‘খ’ গ্রুপে রিদিতা দেবনাথ ২য় এবং অন্নেসা ও মৌমিতা যৌথভাবে ৩য় স্থান অর্জন করে পুরস্কার জিতে নিয়েছে।
এছাড়াও কিশোরগঞ্জের নৃত্যাঙ্গন একাডেমির পরিচালক টুনটুনকেও পুরস্কার দেওয়া হয়েছে। সবমিলিয়ে ৯টি পুরস্কার জিতেছে এই নৃত্যশিল্পীর দল।
নৃত্যশিল্পী টুনটুন বলেন, আগামী দিনে আরও সাফল্য বয়ে আনবে কিশোরগঞ্জের নৃত্যশিল্পীরা।
বাংলাদেশ সময়: ০১৩৫ ঘণ্টা, ৩১ অক্টোবর, ২০১৯
কেএসডি/আরএ