ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় নগদ টাকাসহ অপহরণকারী চক্রের ৫ সদস্য আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
খুলনায় নগদ টাকাসহ অপহরণকারী চক্রের ৫ সদস্য আটক

খুলনা: খুলনায় অপহরণকারী চক্রের ৫ সদস্যকে নগদ টাকাসহ আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৬ (র‌্যাব) এর সদস্যরা। এসময় অপহৃত এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। 

বুধবার (৩০ অক্টোবর) বিকেলে মহানগরীর সদর থানার ২ নম্বর মুসলমান পাড়া থেকে তাদের আটক করা হয়। এসময় অপহৃত এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।

অপহরণকারী চক্রের সদস্যরা হলেন- মো. বজলুর রহমান (৪৮), মো. রাফসান মোল্লা (২২), এসএম শহিদুল হক (৫০), সৈয়দ মুরাদ আলী (৫৫) ও মো. ফরহাদ হোসেন (৩৩)। উদ্ধার হওয়া অপহৃত ব্যক্তির নাম মো. ইমারত শেখ (৬০)।

র‌্যাব-৬ এর অপারেশন অফিসার এএসপি সোহেল পারভেজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের ৫ সদস্যকে আটক করা হয়। আটকের পর তাদের দেহ তল্লাশি করে ৭টি মোবাইল ফোন এবং নগদ ১১ হাজার ৯৮০ টাকা উদ্ধার করা হয়েছে। আটক অপহরণকারীদের খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ০১৪৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
এমআরএম/এইচএমএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।