ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বকশীগঞ্জে ডিবি পুলিশের ওপর হামলা, আসামি ছিনতাই, আটক ২ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১১ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
বকশীগঞ্জে ডিবি পুলিশের ওপর হামলা, আসামি ছিনতাই, আটক ২ 

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জে সীমান্তবর্তী ধানুয়া কামালপুর এলাকায় গোয়েন্দা (ডিবি) পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নিয়েছে মাদকবিক্রেতারা। 

এ ঘটনায় ধানুয়া গ্রামের মোফাজ্জলের ছেলে শহিদ ও মোরশেদ নামে দুই জনকে আটক করা হয়েছে।  

বুধবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে কামালপুর ইউনিয়নে ধানুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

জামালপুর ডিবি পুলিশের ওসি আবুল কালাম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে ডিবি পুলিশ  অভিযান চালিয়ে ধানুয়া গ্রামের নুর ইসলামের ছেলে মাদকবিক্রেতা রহিম বক্সকে আটক করে। পরে স্থানীয় আরও মাদকবিক্রেতারা একজোট হয়ে ডিবি পুলিশের ওপর হামলা চালিয়ে রহিমকে ছিনিয়ে নেয়।
 এ ঘটনায় ধানুয়া গ্রামের দুই জনকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০২০৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।