বুধবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এফ এম ফিরোজ মাহমুদ।
তিনি বাংলানিউজকে বলেন, ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত সরকারিভাবে ইলিশ শিকারে সরকারের নিষেধজ্ঞা ছিল।
নিষেধাজ্ঞার এই ২২ দিনে মোট ১৮১ জন জেলেকে এক বছরের কারাদণ্ড, ক্রয় বিক্রয় ও পরিবহনের অপরাধে ১০১ জনকে ৪ লাখ ১৭ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
দুর্গম চরাঞ্চলের ৫টি অবৈধ ইলিশ মাছের বাজার অপসারণ করা হয়েছে, র্যাবের বিশেষ অভিযানে গুদাম থেকে ১০ মণ কারেন্ট জাল জব্দ করা হয়, প্রায় ৩২ লাখ ৪০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস করা হয়।
এছাড়াও ইলিশ শিকারের অপরাধে ১৬৫টি ট্রলার জব্দ ও ধ্বংস করা হয়েছে। বাসাবাড়ি ও পরিবহনে অভিযান চালিয়ে ৪০ মণ মাছ জব্দ করা হয় এবং প্রায় ২ মেট্রিক টন ইলিশ জব্দ করা হয়।
বাংলাদেশ সময়: ০২২৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
আরএ