বুধবার (৩০ অক্টোবর) দিনগত রাত ১১টার দিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার ব্রজাবক্স গ্রামে মেয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
সাতক্ষীরার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে বলেন, আকবর আলী একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি।
এরপর ২০১৩ সালে প্রকাশ্যে এসে সরকারবিরোধী আন্দোলনের নামে ব্যাপক সহিংসতা চালান। পরে আবারও আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়া উপজেলার ব্রজাবক্স গ্রামে মেয়ের বাড়ি থেকে যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, আকবর আলীর বিরুদ্ধে ২০০৯ সালে মানবতাবিরোধী অপরাধের মামলা (জিআর ৯২/৯, কালিগঞ্জ) দায়ের করা হয়।
বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
এএটি