বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ভোরে উপজেলার ঝিমংখালী সীমান্তে নাফ নদীতে এ ঘটনা ঘটে। নিহত নূর মোহাম্মদ খারাংখালীর পূর্ব মহেশখালীয়াপাড়ার মৃত সিদ্দিক আহমদের ছেলে।
স্থানীয় জেলেদের ভাষ্য, প্রতিদিনের মতো নাফনদীতে মাছ শিকার করতে যান তারা। একপর্যায়ে তাদের নৌকাটিকে লক্ষ্য করে অতর্কিত গুলি ছোড়ে বিজিপি সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ-২ বর্ডার গার্ড ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল হাসান খান বাংলানিউজকে জানান, ঘটনা সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।
বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
এসবি/এএটি