ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোলে ইউএস ডলারসহ আটক ২

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
বেনাপোলে ইউএস ডলারসহ আটক ২

বেনাপোল (যশোর): বেনাপোলের পুটখালি সীমান্ত এলাকা থেকে ১২ হাজার ইউএস ডলার ও মোটরসাইকেলসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে পুটখালি সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- বেনাপোল পোর্ট থানার পুটখালি গ্রামের মহি উদ্দিনের ছেলে রফিকুল (৩৭) ও একই গ্রামের শরিফুল মোল্লার ছেলে আব্দুর রাজ্জাক (৪২)।

২১ বিজিবি ব্যাটলিয়ন অধিনায়ক কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুটখালি বাজার থেকে তাদের আটক করা হয়। আটকদের মুদ্রা পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।