বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে পুটখালি সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- বেনাপোল পোর্ট থানার পুটখালি গ্রামের মহি উদ্দিনের ছেলে রফিকুল (৩৭) ও একই গ্রামের শরিফুল মোল্লার ছেলে আব্দুর রাজ্জাক (৪২)।
২১ বিজিবি ব্যাটলিয়ন অধিনায়ক কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুটখালি বাজার থেকে তাদের আটক করা হয়। আটকদের মুদ্রা পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
এনটি