ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে অস্ত্রসহ ২ ডাকাত গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
ফেনীতে অস্ত্রসহ ২ ডাকাত গ্রেফতার গ্রেফতার হওয়া দুই ডাকাত। ছবি: বাংলানিউজ

ফেনী: ফেনীতে অস্ত্রসহ আন্তঃজেলা দুই ডাকাতকে গ্রেফতার করেছে জেলার গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় ফেনীর পুলিশ সুপারের কার্যালয়ের আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার (এসপি) খোন্দকার নুরুন্নবী এ তথ্য জানান। এ সময় জেলা গোয়েন্দা পরিদর্শক রঞ্জিত বড়ুয়া উপস্থিত ছিলেন।

এসপি খোন্দকার নুরুন্নবী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে একদল ডাকাত শহরের বেশ কিছু ব্যবসাপ্রতিষ্ঠানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন খবরে ভিত্তিতে বুধবার (৩০ অক্টোবর) দিনগত রাতে ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে গেলেও আন্তঃজেলা ডাকাত দলের প্রধান আবদুল তাহের ও মোহাম্মদ জয়নালকে গ্রেফতার করা হয়। এ সময় উদ্ধার করা হয়েছে একটি এলজি, ১০ রাউন্ড তাজা গুলি ও বিপুল পরিমান দেশীয় তৈরি ধারালো অস্ত্রসহ ডাকাতির সরঞ্জাম। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবীসহ অন্যরা।  ছবি: বাংলানিউজ এসপি আরও জানান, গ্রেফতার ডাকাত আবদুল তাহেরের বাড়ি নোয়াখালী জেলার সুধারাম থানার ধুমচর গ্রামে। অপর ডাকাত জয়নাল ভোলার চরফ্যাশন এলাকার বাসিন্দা। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
এসএইচডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।