বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় ফেনীর পুলিশ সুপারের কার্যালয়ের আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার (এসপি) খোন্দকার নুরুন্নবী এ তথ্য জানান। এ সময় জেলা গোয়েন্দা পরিদর্শক রঞ্জিত বড়ুয়া উপস্থিত ছিলেন।
এসপি খোন্দকার নুরুন্নবী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে একদল ডাকাত শহরের বেশ কিছু ব্যবসাপ্রতিষ্ঠানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন খবরে ভিত্তিতে বুধবার (৩০ অক্টোবর) দিনগত রাতে ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে গেলেও আন্তঃজেলা ডাকাত দলের প্রধান আবদুল তাহের ও মোহাম্মদ জয়নালকে গ্রেফতার করা হয়। এ সময় উদ্ধার করা হয়েছে একটি এলজি, ১০ রাউন্ড তাজা গুলি ও বিপুল পরিমান দেশীয় তৈরি ধারালো অস্ত্রসহ ডাকাতির সরঞ্জাম। এসপি আরও জানান, গ্রেফতার ডাকাত আবদুল তাহেরের বাড়ি নোয়াখালী জেলার সুধারাম থানার ধুমচর গ্রামে। অপর ডাকাত জয়নাল ভোলার চরফ্যাশন এলাকার বাসিন্দা। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
এসএইচডি/এএটি